একনজরে চাম্পাফুল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা সমূহ:
1. টুরিস্ট ভিসা,মেডিকেল ভিসা এ্যাপয়েন্ট লিটারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা।
2. পাসপোর্ট্ এর ফরমপূরন করাসহ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দেওয়া।
3. স্ট্যাম্প বিক্রয় করা।
4. জমির পর্চার আবেদনসহ যে কোন মৌজার ম্যাপ উত্তোলন করা।
5. বিদ্যুৎ বিল গ্রহনকরা।
6. ছবি তোলা
7. অনলাইনের মাধ্যমে সকল চাকুরির ফরম পূরন করা।
8. যে কোন পরীক্ষার ফলাফল প্রকাশ করা।
9. চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
10. বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নপত্র তৈরি করা।
11. শিক্ষক নিবন্ধন করা
12. বিসিএস ফরম পূরণ করা।
13. একক্লিসেই উত্তোরাধিকারী হিসাব বন্টন করা।
14. পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা।
15. সুন্দরবন কুরিয়ার ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস প্রদান করা।
16. মেইল করা, স্ক্যান করা, ছবি তোলা ইত্যাদি।
17. বিভিন্ন চুক্তিপত্রের এ্যাফিডেভিট করা।
18. লীজচুক্তিপত্র, প্রত্যয়ন পত্র, এলাকাপরিবর্ত্ন করা প্রত্যয়নপত্র,ভোটার কারেকশন ফরম প্রদান করা।
19. মৃত্যুনিবন্ধন, জন্মনিবন্ধন প্রদান করা।
20. বিমানের টিকিট প্রদান করা।
21. অফিসিয়াল কম্পোজ করা।
22. 64টি জেলার বাসেরটিকিট বিক্রয় করা।
23. ব্যাংকিং সেবা প্রদান।
24. জিডি করা, কেস করা কম্পিউটার কম্পোজ করা।
25. দেশ বিদেশে কথপোকথন করা।
26. নামজারি আবেদন ফরমপূরণ করা।
27. আইনী সহায়তা প্রদান করা।
28. স্বাস্থ্য সেবাপ্রদান করা।
29. বিক্রয় ডট কমের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা।
30. পাত্র-পাত্রীর সন্ধান দেওয়া।
31. প্রাক-হজ্জ নিবন্ধন করা।
32. বিজ্ঞপ্তির মাধ্যমে চাকুরির প্রকাশ করা।
33. অন্যান্য ইত্যাদি ইত্যাদি।
34. পাবলিক পরীক্ষার ফলাফল জানানো;
35. ইউনিয়নের বেকার যুবক/যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রদানৱ
36.অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন ফরম পূরণ;
37. সরকারি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা;
38. জন্ম ও মৃত্যু নিবন্ধন করে প্রিন্ট সার্টিফিকেট প্রদান করা;
39. নাগরিক প্রশংসাপত্র প্রিন্ট করে প্রদান করা;
40. VGD / VGF তালিকা অনলাইনে প্রকাশ করা;
41. সরকারি circulars এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা;
42. কৃষি এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা;
43. জীবনবীমাসহ বিভিন্ন বীমা কোম্পানী সম্পর্কে তথ্য প্রদান করা;
44. ডিসি অফিস এর বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারনকে অবহিত করা;
45. উন্নয়ন (VGD, VGF,TR, সংখ্যালঘু কল্যাণ, Kabikha, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা
46. প্রতিষ্ঠানেরউন্নয়ন) এর তথ্য প্রদান করা;
47. রাজস্ব (পর্চা, খাস জমি বিতরণ, আশ্রায়ন, অ-কৃষি জমি ক্রয়, ভূমি
48. অধিগ্রহণের টাকা,অধিযাচন, সার্টিফিকেট মামলা, টুপি ও বাজার, কায়েমী সম্পত্তি, বিনিময়
49. সম্পত্তি,স্ট্যাম্প বিক্রেতা লাইসেন্স, ভূমি জরিপ) এর তথ্য প্রদান করা;
50. লাইসেন্স (C.I শীট,সিমেন্ট, বিষ, খাদ্য শস্য) এর তথ্য প্রদান করা;
51. অভিযোগ ও প্রতিকার(পেনশন, জমি, পরিবার বিষয়াবলি, আইন ও আদেশ) এর বিষয়ে অবহিত করা;
52. ত্রাণ ও পুনর্বাসন (দান, অনুদান, GR) এর তথ্য প্রদান করা;
53. সার্টিফিকেশন (বিবাহ, এনজিও) এর তথ্য প্রদান করা;
54. বিবিধ (বিভিন্ন কমিটি অনুমোদন, বিভিন্ন আসবাব, dramatical কর্মক্ষমতা, প্রবাসী কল্যাণ, পরীক্ষার বিষয়) তথ্য প্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS