Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের বাণী

প্রাণপ্রিয় এলাকাবাসী,

আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী এলাকা -১০৭, সাতক্ষীরা -০৩ এর ঐতিহ্যবাহী ইউনিয়ন ০৩নং চাম্পাফুল ইউনিয়ন। শিক্ষা -দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যে ইউনিয়নটি কালিগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম। অত্র ইউনিয়ন  ২০২১-২২ অর্থ বছরের বাজেট জন সম্মুখে প্রকাশ করতে যাচ্ছে শুনে আমি অত্র পরিষদ ও প্রিয় ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

ইউনিয়ন পরিষদ একটি ঐতিহ্যবাহী স্থানীয় সরকার প্রতিষ্ঠান । যার গোড়া পত্তন হয়েছিল বৃটিশ উপনিবেশিক আমলে। এই প্রতিষ্ঠানটির নানা প্রতিকুলতা সত্বেও তার প্রয়োজনীয়তা  ও গুরুত্ব ক্রমশ:ই বাড়ছে । বাজেট হলো বার্ষিক সম্ভব্য আয়-ব্যয়ের আর্থিক হিসাব ও ভবিষ্যত পরিকল্পনার প্রকাশ। ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়েও বাজেটের গুরুত্ব অপরিসীম। তারালী ইউনিয়নের সর্বস্তরের জনগনের অংশগ্রহনে এবং তাদের মতামত ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রতি বছরের মত এবার ২০২১-২২ অর্থ বছরের জন্য বাজেট ও পরিকল্পনা জন সম্মুখে প্রকাশ করা হচ্ছে শুনে আমি অত্র পরিষদ ও প্রানপ্রিয় ইউনিয়বাসীকে আবারো ধন্যবাদ জ্ঞাপন করছি।

এবারের বাজেট পরিকল্পনা চাম্পাফুল ইউনিয়নকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে এ প্রত্যাশা কামনা করছি।     

 

ধন্যবাদান্তে-

জাতীয় সংসদ সদস্য

107 সাতক্ষীর -3

উপজেলা নির্বাহী অফিসারের বাণী

প্রিয় ইউনিয়নবাসী,

ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর প্রশাসনিক স্তর। যার গোড়া পত্তন হয়েছিল বৃটিশ উপনিবেশিক আমলে। ইউনিয়ন এলাকার রাস্তাঘাট, স্যানিটেশন, আইন শৃঙ্খলা রক্ষাসহ বহুবিধ উন্নয়ন কাজ করে আসছে। ইউনিয়ন পরিষদ শক্তিশালী করণের জন্য জনগণের কাছে পরিষদের দায়বদ্ধতা ও আস্থা অর্জন জরুরী । সকল কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা ও সু-শাসন প্রতিষ্ঠা সহ ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবী। এই গণতান্ত্রিক ঐতিহ্যবাহী প্রকাশ্য বাজেট অধিবেশন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্দ্যোগ।

একটি ইউনিয়ন পরিষদ তার সকল সীমাবদ্ধতার মধ্য থেকে ইউনিয়নবাসীর জন্য কেমন ইউনিয়ন উপহার দিতে চায় তার প্রতিচ্ছবি ধরা পড়ে ইউনিয়নের বার্ষিক বাজেট প্রণয়নের উপর।

০৩ নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের ইং ২০২১-২২ অর্থ বছরের বাজেট তৈরী হয়েছে জনগণের চাহিদার ভিত্তিতে এবং চূড়ান্তকরণ করা হয়েছে জনসাধারণের উপস্থিতিতে ও জনগণের মতামতের ভিত্তিতে। তাই এই বাজেটের ফলাফল মঙ্গলজনক হবে বলে আমি বিশ্বাস করি।

একটি আদর্শ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের জন অংশগ্রহণ মূলক প্রণীত ইং ২০২১-২২ অর্থ বছরের বাজেটের সফলতাসহ ইউনিয়ন বাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছান্তে,

 

খন্দকার রবিউল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

ইউপি চেয়ারম্যানের বাণী

প্রাণ প্রিয় ইউনিয়নবাসী,

সুজলা সুফলা শস্য শ্যমলা আমাদের এই সোনার বাংলা। বিশ্বের ঐতিহ্যের লালিত বাংলাদেশ । মানচিত্রে বাংলাদেশর নামটি খোদাই করতে রক্ত দিতে হয়েছে কতনা মায়ের সোনার টুকরোদের  তাদের রক্তের প্রতিদানে আজ আমরা মাথা উচু করে বেচে আছ স্বগৌরবে। 

সম্মানিত চাম্পাফুল ইউনিয়নবাসী চাম্পাফুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। চাম্পাফুল ইউনিয়নকে আজকে এই পর্যায়ে আসতে যারা গুরু দায়িত্ব কাধে নিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে ২০১৬ সালে আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। চাম্পাফুল চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের সেবা করে যাচ্ছি। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য আমি আপনাদের সাথে নিয়ে আপ্রান চেষ্টা করে যাচ্ছি।

প্রিয় ইউনিয়ন বাসী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে অত্র ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ,স্যানিটেশন বিচার-শালিস, রাস্তা-ঘাট, জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন এবং দূর্যোগ ঝুকি মেকাবেলা ও ব্যবস্থাপনাসহ নানাবিধ উন্নয়নমূলক কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে সংশ্লিস্ট সকলের আন্তরিক সহযোহিতা কামনা করি। জনগনের নির্বাচিত জন প্রতিনিধিদের প্রতিটি কাজ স্বচ্ছতা ও জবাদিহীতা গনতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য অপরিহার্য। আপনারা আমাদের কাছে যতটুকু প্রত্যাশা করেন এবং কিভাবে কাজ করলে তা আপনাদের জন্য আরও কল্যাণকর হবে এ বিষয়ে সরাসরি মত বিনিময় করার জন্য আজকে এই আয়োজন। চাহিদার তুলনায় সম্পদ সীমিত। তাই এ মুহুর্তে আপনাদের চাওয়া-পাওয়া, আশা ও আকাঙ্খা সবটুকু পূরণ করতে না পারলেও আপনাদের সাথে নিয়ে নিরালস ভাবে আপ্রান চেষ্টা করে যাব। এই সভা আয়োজন করার জন্য কারিগরি সহযোগিতা ও অর্থায়নে অগ্রগতি সংস্থা ও মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি ।

পরিশেষে চাম্পাফুল ইউনিয়নের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একত্রে কাঁধে কাধ মিলিয়ে চাম্পাফুল ইউনিয়নের ১০০% ট্যাক্স সহ অন্যান্য কর আদায় নিশ্চিত করনের ক্ষেত্রে ইউনিয়নের সামাজিক উদ্যোগ ফোরাম সদস্য সহ  সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আজ উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। সুখী সমৃদ্ধ হোক আমাদের আগামী প্রজন্ম।

 

গভীর আন্তরিকতায়

মোঃ মোজাম্মেল হক মোজাম

চেয়ারম্যান

03নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদ

কালিগঞ্জ, সাতক্ষীরা।

 

 

বাজেট প্রণয়নের যৌক্তিকতা

বাজেটঃ ভবিষ্যতের কর্ম পরিকল্পনা ও কোন নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবকে বাজেট বলে।

 

ইউনিয়ন পরিষদের বাজেটঃ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ এর ৪৭ ধারা অনুযায়ী বাজেটের মূল বৈশিষ্ট্য হলো আর্থিক বছর শুরু হওয়ার আগে নির্দিষ্ট পন্থায় ঐ বছরে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয় ও ব্যয় সংক্রান্ত হিসাবের বিবরনি তৈরি করা। ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির দিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করা ইউনিয়ন পরিষদের অন্যতম প্রধান কাজ।

 

জনঅংশগ্রহণ মূলক বাজেটঃ যে পরিকল্পনা জনগনের প্রত্যক্ষ বা সরকারি অংশগ্রহণের মাধ্যমে তৈরি করা হয় তাকে জনঅংশগ্রহণ মূলক পরিকল্পনা বা বাজেট বলে।

 

বাজেটের উদ্দেশ্যঃ

 ১) জনগনের কাছে ইউনিয়ন পরিষদের স¦চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

২) জনগনের চাহিদা গুরুত্বারোপ করা।

৩) স্থানীয় সম্পদ চিহ্নিতকরণ, আহরণ ও কাজে লাগানো।

৪) স্থানীয় প্রযুক্তির যথাযথ প্রয়োগ।

৫) উন্নয়ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহণ করানো।

৬) ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠানিক উন্নয়ন সাধন।

৭) সরকারি নিতিমালার যথাযথ প্রয়োগ।

৮) জনগনেরআস্থার প্রতিফলন ঘটানো।

৯) অবকাঠামোগত ও মানোবিক উন্নয়ন ঘটানো।

১০) ইউনিয়নের উন্নয়নে জনগনের করণীয় বিষয় জানানো।

১১) পরিষদের সদস্যদের দক্ষতা বাড়ানো।

 

ইউনিয়ন পরিষদের আয়ের উৎসঃ গ্রামীন জনগনের আর্থসামাজির উন্নয়নে ইউনিয়ন পরিষদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগন ও সরকার হতে প্রাপ্ত অর্থই হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের মূল উৎস। বিধান অনুযায়ী পরিষদের আয়মূলক তিনটি উৎস হয়ে থাকে। যথা- ১) রাজস্ব আয়, ২) সরকারি আয়, ৩) অন্যান্য উৎস।

 

রাজস্ব আয়ঃ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ ও স্থানীয় সরকার (সংশোধনী) আইন ১৯৯৩ এবংসরকারের নির্বাহী আদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে রাজস্ব আয়ের ক্ষেত্রে নিম্নোক্ত ক্ষমতা দেওয়া হয়।

ক) বাড়ির বার্ষিক মূল্যের উপর,

খ) পেশা, ব্যবসা এবং বৃত্তির উপর কর,

গ) পরিষদ কর্তৃক অনুমোদিত লাইসেন্স এবংপারমিটের জন্য ফি,

ঘ) হাট- বাজার, ফেরী হতে ফি,

ঙ) স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১%,

চ) সিনেমা, নাটক, থিয়েটার, প্রদর্শনী ধরণের প্রমোদ করা।

 

সরকারে অনুদানঃ

ক) কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি।

খ) উন্নয়ন খাতে অনুদান।

গ) থোক বরাদ্দ।

ঘ) পূর্ত কর্মসূচি।

ঙ) প্রকল্প সাহায্য অনুদান।

 

অন্যান্যঃ

ক) কোন ব্যক্তির অনুদান প্রাপ্তি।

খ) সম্পত্তির আয়, উপরিক্ত অনুদান ও পরিষদের অর্জনের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে। ইউনিয়ন পরিষদের আয়ের একমাত্র উৎস বলা যায় ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স আদায়ের উপর ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে। সুতরাং ইউনিয়ন পরিষদ জনগণের প্রতিষ্ঠান এ ধারনা জনগণকে অর্জন করতে হবে এবং নিজের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব জনগণের।

একনজরে ৩নং চাম্পাফুল ইউনিয়ন

ভূমিকা: বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলবতী  সাতক্ষীরা জেলার দক্ষিণে কালিগঞ্জ উপজেলা। এই উপজেলার ৩নং চাম্পাফুল একটি আদর্শ ইউনিয়ন। কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়ন একটি জনবহুল  ইউনিয়ন।

 

আয়তন

২৮.৩০ বর্গ কি.মি.।

ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা             

২০ টি।

ইউনিয়নের মোট লোক সংখ্যা             

২৬৮৭৫  জন। নারী : ১২৯৩৭জন,পুরুষ : ১৩৯৩৮ জন।

মোট পরিবার সংখ্যা                         

৫১৭৫ টি।

ইউনিয়নের শিক্ষার হার                    

৬০%।

প্রাথমিক বিদ্যালয় সংখ্যা                    

১১ টি।

মাদ্রাসার সংখ্যা                  

৩ টি। এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ২টি দাখিল ১টি।

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা      

১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১টি ।

মসজিদের সংখ্যা          

২৫ টি।

মন্দিরের সংখ্যা             

৩২ টি।

স্ট্যান্ডিং কমিটি

১৩ টি

ইউনিয়নের কৃষি জমির পরিমান       

এক ফসলী ১০০০ হেক্টর,দুই ফসলী ৫৫০ হেক্টর, তিন ফসলী

ইউনিয়নের মৎস্য চাষের হার  

৬০ %।

ইউনিয়নের কৃষি কাজের হার 

৪০ %।

ইউনিয়নের মোট রাস্তা                

৩৯ কি.মি.। পিচ ৭ কি.মি ,ইটের সোলিং ৪ কি.মি.,বাকি সব রাস্ত কাঁচা।

ক্লাব সংখ্যা                

১০ টি    

গ্রাম উন্নয়ন কমিটি                         

১২টি

কমিউনিটি ক্লিনিক                         

০৩ টি

চেয়ারম্যান /সদস্য /সদস্যাদের নাম ও মোবাইল নং

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইলনং

মোঃ মোজাম্মলে হক  (মোজাম)

চয়োরম্যান

০১৭১৫২৫১৮৪৮

মো:সাইদুর রহমান

ইউপি সচবি

০১৭১৯৬৩৬৬৯৯

শ্রীমতি রাধা রানী অধকিারী

সদস্য ১,২,৩নং ওর্য়াড

০১৭৭১৭৯০৩৪৫

 মোছাঃ রাফজো খাতুন

সদস্য ৪,৫,৬নং ওর্য়াড

০১৭৪৬৯২১০৮৮

 শ্রীমতি শ্যামলী সরকার

সদস্য ৭,৮,৯ নং ওর্য়াড

০৭১৩৩৬১৫৭১১

মোঃ গোলাম কাইয়ুম

সদস্য ০১নং ওর্য়াড

০১৭২৭৮৪৫৮০৮

মোঃ সাইলুজ্জামান খান

সদস্য ০২নং ওর্য়াড

০১৭১২৪০৫৩০৩

মোঃ আব্দুর রশদি গাইন

সদস্য ০৩নং ওর্য়াড

০১৭১৯০৫৯৮৯৩

মোঃ আবু বক্কর গাইন

সদস্য ০৪নং ওর্য়াড

০১৭৩৭৬৯১১৪৭

১০

মোঃ আব্দুস সাত্তার খান

সদস্য ০৫নং ওর্য়াড

০১৭৩৮৩১৪৩৩২

১১

 মোঃ আবুবক্কার সরদার

সদস্য ০৬নং ওর্য়াড

০১৮৩২০৮০৩৭৬

১২

বাবু ঠাকুর দাশ সরকার

সদস্য ০৭ নং ওর্য়াড

০১৭২৮২৬১৬০২

১৩

মোঃ আবুল কালাম আজাদ

সদস্য ০৮নং ওর্য়াড

০১৭২১৯৪৫৬৮৮

১৪

মোঃ আব্দুল গনি

 সদস্য ০৯নং ওয়ার্ড

০১৭২২৫৫৪৩২০

 

ইউপি উদ্যোক্তদের নাম ও মোবইল নং

ক্রমিক নং

নাম

পদবী

 মোবাইলনাং

০১

পলাশ মুখার্জী

উদ্যোক্তা

০১৭৪-৬২১৫৬৪০

০২

কানিজ ফারহানা

উদ্যোক্তা

০১৯২৭-৬৭০৬০১

 

গ্রাম পুলিশগনেরনাম ও মোবাইল নং

ক্রমিক নং

নাম

পদবী ও দায়িত্ব

মোবাইলনং

তপন কুমার দে

দফাদার ২নং ওয়ার্ড

০১৭২৫৮৪৬৯২৫

 মোঃ মোবারক সরদার

গ্রামপুলিশ ৩নং ওয়াড

০১৭২৪৬১৮২৭৮

সুবোল সরকার 

গ্রামপুলিশ ৪নং ওয়াড

০১৭৪৬৪৮৪৩১৯

 মোঃ মনিরুল ইসলাম 

গ্রামপুলিশ ৫নং ওয়াড

০১৭৫১৮৫৬৩৬৯

 মোঃ খালেক গাজী 

গ্রামপুলিশ ৬নং ওয়াডর্ 

০১৭৭১৬১২৯৪৪

শিবুপদ সরকার

গ্রামপুলিশ ৭নং ওয়াড

০১৭২৭৮৪৫৮১২

তপন সরকার

গ্রামপুলিশ ৮নং ওয়াড

০১৭৫৪২৭৯৬৫৭

 মোঃ ইসরাফিল গাজী

গ্রামপুলিশ ৯নং ওয়াডর্

০১৯২২২০৩২৮১


চাম্পাফুল ইউনিয়নের স্থায়ী কমিটি সমূহের নাম ও সভাপতিদের নাম

ক্রমিক নং

স্থায়ীকমিটি সমূহের নাম

সভাপতিরনাম

 

 

 

আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ মোজাম্মেল হক গাইন

অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি

মোছাঃ রাফেজা খাতুন

হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষন বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ আঃ রশিদ গাইন

কর নিরাপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ আঃ গনি

শিক্ষা ,স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ গোলাম কাইয়ুম

কৃষি,মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজ বিষয়ক স্থায়ীকমিটি

মোঃ সাইলুজ্জামান খান

পল্লি অবকাঠামো উন্নয়ন সংরক্ষন,রক্ষনা বেক্ষনা বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ আঃছাত্তার খান

জম্ম-মৃত্যু  নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটি

শ্যামলী সরকার

স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষন বিষয়ক স্থায়ী কমিটি

শ্যামলী সরকার

১০

সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি

ঠাকুর দাশ সরকার

১১

পরিবেশ উন্নয়ন ও সংরক্ষন এবং বৃক্ষরোপন বিষয়ক স্থায়ী কমিটি

মোঃ আবুবক্কার সরদার

১২

পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটি

রাধা রানী সরকার

 

০৩নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদ

কালিগঞ্জ, সাতক্ষীরা।

অর্থ বছরঃ ২০২১-২০২২

বাজেট সার-সংক্ষেপ

বিবরণ

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট (২০১৯-২০২০)

চলতি বৎসরের বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট

বিবরণ

অংশ-১

রাজস্ব হিসাব প্রাপ্তি

 

 

 

 

 

রাজস্ব

১৮১০২৩৭

৫৫৭৯৫০

৬২৫০০০

অনুদান

 

 

 

মোট প্রাপ্তি

১৮১০২৩৭

৫৫৭৯৫০

৬২৫০০০

বাদ রাজস্ব ব্যয়

১৬৯১৮৯৩

৫২১৫৫০

৫৭৩৫৫০

রাজস্ব উদ্বৃত্ত/ঘাটতি (ক)

১১৮৩৪৪

৩৬৪০০

৫১৪৫০

অংশ-২

উন্নয়ন হিসাব

 

 

 

 

 

উন্নয়ন অনুদান

১৩৯৫২১৬৩

১৮৯৭৯১৬৫

১৯২১০০১৩

অন্যান্য অনুদান ও চাঁদা

 

 

 

মোট (খ)

১৩৯৫২১৬৩

১৮৯৭৯১৬৫

১৯২১০০১৩

মোট প্রাপ্ত সম্পদ (ক+খ)

১৪০৭০৫০৭

১৯০১৫৫৬৫

১৯২৬১৪৬৩

বাদ উন্নয়ন ব্যয়

১২৬৫৮২২১

১৮৯২৪১১৫

১৯১৯১৪৬৩

সার্বিক বাজেট উদ্বৃত্ত/ঘাটতি

১৪১২২৮৬

৯১৪৫০

৭০০০০

যোগ প্রারম্ভিক জের (১ জুলাই)

৩৩১৫১৬

৩৭৯৫০

৩০০০০

সমাপ্তি জের

১৭৪৩৮০২

১২৯৪০০

১০০০০০

 

০৩নং চাম্পাফুল- ইউনিয়ন পরিষদ

অর্থ বৎসর- ২০২১-২০২২

অংশ-১- রাজস্ব হিসাব

প্রাপ্ত আয়

আয়

প্রাপ্তির বিবরণ

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট (২০১৯-২০২০)

চলতি বৎসরের বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট (২০২০-২০২১)

পরবর্তী বৎসরের        বাজেট         (২০২১-২০২২)

কর ও রেট

২০৮২৫৫

৩৪৫০০০

৩৪৫০০০

ইজারা

৪০০

৭৩০০০

৭৩০০০

যানবাহন (মটরযান ব্যতীত)

 

১০০০০

১০০০০

নিবন্ধন কর

 

৭০০০

৭০০০

লাইসেন্স ও পারমিট ফি

৫৮৯০০

৭০০০০

৭০০০০

জন্মনিবন্ধন ফি

১৫০০

১৫০০০

২০০০০

১% বাবদ প্রাপ্তি

১১৩২২০০

 

৪০০০০

আগত তহবিল

৩৩১৫১৬

৩৭৯৫০

৩০০০০

 বিবিধ

৭৭৪৬৬

 

২০০০০

মোট

১৮১০২৩৭

৫৫৭৯৫০

৬২৫০০০

 

অংশ ১-রাজস্ব হিসাব

ব্যায়

ব্যয়ের খাত

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট (২০১৯-২০২০)

চলতি বৎসরের বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট

ব্যয়ের খাত

১। সাধারণ সংস্থাপন/ প্রাতিষ্ঠানিক

ক. সম্মানী/ভাতা

১৩২৩৬০০

৩১৬৮০০

৩১৬৮০০

খ. কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি

 

 

 

(১) পরিষদ কর্মচারি

 

 

 

(২) দায়যুক্ত ব্যয় (সরকারী কর্মচারী স¤পর্কিত)

 

 

 

গ. অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যয়

 

৫০০০

৫০০০

ঘ. আনুতোষিক তহবিলে স্থানান্তর

 

 

 

ঙ. যানবাহন মেরামত ও জ্বালানী

৬০০০

৬০০০

৬০০০

২। কর আদায়ের জন্য ব্যয়

 

৫১৭৫০

৫১৭৫০

 

ক. টেলিফোন বিল

 

 

 

খ. বিদ্যুৎ বিল

৮১৩৭০

৩০০০০

৩০০০০

গ. পৌর কর (পত্রিকা বিল)

৪৮০

 

 

ঘ. মানব পাচার

 

 

 

ঙ. পানির বিল

 

১০০০

১০০০

চ. ভূমি উন্নয়ন কর

 

১০০০

১০০০

ছ. অভ্যন্তরিণ নিরীক্ষা ব্যয়( ব্যাংক চার্জ)

 

 

 

জ. মামলা খরচ

 

 

 

ঝ. আপ্যায়ন ব্যয়

২০৩০৯

৮০০০

৮০০০

ঞ. রক্ষণাবেক্ষণ এবং সেবা প্রদানজনিত ব্যয়

 

 

 

ট. অন্যান্য পরিশোধযোগ্য কর/বিল

১৫০০

১০০০

১০০০

ঠ. আনুষাঙ্গিক ব্যয়

১০৫৪৬০

১০০০০

১০০০০

ড. মনিহারি

২১৯০৬

১০০০০

১০০০০

ঢ. ভ্যাট

৮৮৩৫

৫০০০

৫০০০

ণ. ফটোকপি

২৬৯১৬

৫০০০

৫০০০

ত নিরাপদ অভিবাসন,মানব পাচার প্রতিরোধ,সারভাইবাল সেবা বাবদ

 

 

২০০০০

থ শিশুদের স্বাস্থ্য শিক্ষা ,নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি

 

 

২০০০০

দ, বিবিধ

৫৩৫

৫০০০

৫০০০

৪। কর আদায় খরচ (বিভিন্ন রেজিস্টার, ফরম, রশিদ বই ইত্যাদি মুদ্রণ)

 

৩০০০

৩০০০

৫। বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ /প্রকল্প ব্যয়

৯৪৯৮২

২০০০০

২০০০০

 

ক. ইউনিয়ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান/ক্লাবে আর্থিক অনুদান

 

১৮০০০

১০০০০

৭। জাতীয় দিবস উদযাপন

 

৩০০০

৩০০০

৮। খেলাধূলা ও সংস্কৃতি

 

১০০০০

১০০০০

৯। জরুরী ত্রাণ

 

১০০০০

১০০০০

১০। ষ্ট্যান্ডিং কমিটির মিটিং ও বিভিন্ন মিটিং বাবদ

 

 

২০০০০

১১। ভিডিসি ত্রিমাসিক মিটিং

 

২০০০

২০০০

১২। রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর

১১৮৩৪৪

৩৬৪০০

৫১৪৫০

মোট ব্যয় (রাজস্ব হিসাব)

১৮১০২৩৭

৫৫৭৯৫০

৬২৫০০০

 

০৩নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদ

উপজেলা-ঃ কালিগঞ্জ জেলা-ঃ সাতক্ষীরা

অংশ ২- উন্নয়ন হিসাব

প্রাপ্তি

 

আয়

প্রাপ্তির বিবরণ

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট

(২০১৯-২০২০)

চলতি বৎসরের বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট (২০২০-২০২১)

পরবর্তী বৎসরের      বাজেট     (২০২১-২০২২)

১। অনুদান (উন্নয়ন)

 

৮৫০০০০০

 

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি (৪০দিন)

২১৬০০০০

 

৪৩২০০০০

টিআর

৫৯১৫১৪

 

৬০০০০০

কাবিখা

৪৩৩৫০০

 

৫০০০০০

কাবিটা

৩৭৪৬৭০

 

৪০০০০০

এল জি এসপি -৩

১৪১০৫২৭

 

২৫০০০০০

ক. উপজেলা পরিষদ

 

৮০৫৫৪১৫

 

এডিপি

৮১৮৬৮০

 

১০০০০০০

ভিজিডি

৩৭১০২২৫

 

৩৭১০২২৫

ভিজিএফ

৩৫৭০২০০

 

১৮৪৭২৫০

বিভিন্ন ত্রাণ

 

 

১০০০০০০

খ. সরকার সংস্থাপন

৮৮১০৮৮

৭৫০০০০

৮৮১০৮৮

গ. অন্যান্য উৎস (যদি থাকে, নির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে)

 

১৫০০০০০

১৫০০০০০

২। স্বেচ্ছা প্রণোদিত চাঁদা

 

৮৮৭৩৫০

৯০০০০০

(নবযাত্রা থেকে বিভিন্ন উন্নয়নে প্রাপ্ত)

১৭৫৯

৩৬৪০০

৫১৪৫০

৩। রাজস¦ উদ্বৃত্ত

১৩৯৫২১৬৩

১৮৯৭৯১৬৫

১৯২১০০১৩

 

০৩নং চাম্পাফুল- ইউনিয়ন পরিষদদ

উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা

অংশ ২- উন্নয়ন হিসাব ব্যয়

 

ব্যায়

ব্যয় বিবরণ

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট (২০১৯-২০২০)

চলতি বৎসরের বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট (২০২০-২০২১)

পরবর্তী বৎসরের        বাজেট         (২০২১-২০২২)

১। কৃষি ও সেচ

 

৩০০০০০

৩০০০০০

২। শিল্প ও কুটিরশিল্প

 

১০০০০০

১০০০০০

৩। ভৌত অবকাঠামো

 

২০০০০০

২০০০০০

৪।আর্থ-সামাজিক অবকাঠামো

৩৫৮০৬০৬

৮১৩০৬০৫

৯২০১৪৫০

৫। ক্রীড়া ও সংস্কৃতি

 

১৫০০০০

১৫০০০০

৬। বিবিধ (সাধারন সংস্থাপন)

৮৮১০৮৮

১৫৭৭৩০৫

৮৮১০৮৮

৭। শিশুদের স্বাস্থ্য শিক্ষা ,নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি

 

 

২০০০০০

৮। শিক্ষা

 

২০০০০০

২০০০০০

৯। স্বাস্থ্য

৭৫০০০

১০০০০০

২০০০০০

১০। দারিদ্র হ্রাসকরণঃ সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা

৭২৮০৪২৫

৭০৪২৪৫৫

৫৫৫৭৪৭৫

১১। পলী উন্নয়ন ও সমবায়

 

 

৫০০০০

১২। মহিলা, যুব ও শিশু উন্নয়ন

৭২২৭৫৮

১০০০০০

২০০০০০

১৩। দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ

 

১০০০০০

১০০০০০০

১৪। হাইসাওয়া ও নবযাত্রা থেকে বিভিন্ন উন্নয়নমূলক ব্যয়

 

৮৮৭৩৫০

৯০০০০০

১৫। সমাপ্তি জের

১৪১২২৮৬

৯১৪৫০

৭০০০০

মোট ব্যয় ( উন্নয়ন হিসাব)

১৩৯৫২১৬৩

১৮৯৭৯১৬৫

১৯২১০০১৩

 

 

 

চাম্পাফুল ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়িত ও বাস্তবায়ন যোগ্য প্রকল্পের নামের তালিকা

এলজিএসপি ৩ বিবিজি ১ম কিস্তি বাস্তবায়ন যোগ্য প্রকল্পের নাম

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

  1.  

সাইহাটি আরশাদ গাইনের বাড়ি হইতে অরুন মেম্বরের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫৩৮৯০

  1.  

চাদখালী আয়নালের বাড়ি হইতে সফির বাড়িহয়ে ষষ্টিতলা অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০০০০

  1.  

থালনা গোপিনাথের পুকুরের ধার হইতে গোবিন্দ সরকারের বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০০০০

  1.  

চান্দুলিয়া রনজিতের বাড়ী হতে ঈমান গাজীর বাড়ীর অভিমুখে রাস্তা সোলিংকরন।

১১৫০০০

  1.  

নবীন নগর নগেনের বাড়ি হইতে মাসুমের  বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।।

১১৫০০০

  1.  

হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য বাইসাইকেল সরবরাহ করা

১-৯

১০০০০০

 

 

 

 

এলজিএসপি ৩ পিবিজি ১ম কিস্তি বাস্তবায়ন যোগ্য প্রকল্পের নাম

 

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

  1.  

থালনা লতিফের ঘেরের মুখ হতে কুমারখালী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৩৭৩১২১

 

 

 

 

 

এলজিএসপি ৩ বিবিজি ১ম কিস্তি বাস্তবায়িত প্রকল্পের নাম

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

  1.  

চাম্পাফুল মেইন রাস্তা হইতে পুরাতন জামেমসজিদ অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

বালাপোতা হইতে কোদন্ডা ব্রীজ অভিমুখে রাস্তা সোলিংকরন।

১০০০০০/=

  1.  

কুমারখালী বিরেন ইসুর  বাড়ি হইতে রামমিস্ত্রির বাড়ি হয়ে ওয়াপদা পর্যন্ত রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

চাঁদখালী নতুন পুকুর হইতে জাকির হোসেনের  বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

২০০০০০

  1.  

বালাপোতা গুচ্ছ গ্রাম আমেনার বাড়ী হতে রুহুল আমিনের বাড়ী পর্যন্ত রাস্তা সোলিংকরন

৫০,০০০/=

  1.  

নবীন নগর রুদ্র মিস্ত্রিও বাড়ী  হইতে পলাশের ঘের অভিমুখে রাস্তা সোলিংকরন।

১০০০০০/=

  1.  

রাজাপুর বেলেডাঙ্গা নুর ইসলামের জমির ধার হতে গনেসের বাড়ী অভিমুখে হইতে কেরামতের বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৬৯০০০

  1.  

চাম্পাফুল সরিফের বাড়ি হইতে আবুল খায়েরের বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০০০০

  1.  

ঘুশুড়ি কালিমন্দীরের পুকুর পাড় হতে বাধাকুল খেয়াঘাট অভিমুখে রাস্তা সোলিং করন।

৫০,০০০/=

  1.  

ইউনিয়ন সচীবের জন্য স্মার্ট ফোন ক্রয়

 

২০০০০

 

 

এলজিএসপি ৩ পিবিজি ১ম কিস্তি বাস্তবায়িত প্রকল্পের নাম

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

  1.  

চাম্পাফুল খালেক পাড়ের বাড়ী হইতে ইমান আলীর বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

১০৯৪২৫

  1.  

বালাপোতা কমলেশের বাড়ী হতে বুদ্ধদেবের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

উজিরপুর জলিলের বাড়ি হইতে মোরশেদের বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

চাঁদখালী মোতালেবের বাড়ী হইতে মহিদের  বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

রাজাপুর মেনার বাড়ী হতে মোবারক সরদারের বাড়ী পর্যন্ত রাস্তা সোলিংকরন

৫০,০০০/=

  1.  

ঘুশুড়ী বিকাশ প্রফেসরের বাড়ী  হইতে সন্তোষের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০০০০/=

  1.  

কুমার খালী সোলিং রাস্তার মুখ হতে সার্বজনিন শ্মশানঘাট পর্যন্ত রাস্তা সোলিংকরন।

৫০০০০/=

  1.  

চান্দুলিয়া নেতাই সরকারের দোকান হইতে গৌরাঙ্গ সরকারের বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০০০০

  1.  

মশরকাটি ভিতর মসজিদ হতে গ্রামের ভিতর অভিমুখে রাস্তা সোলিং করন।

৫০,০০০/=

  1.  

চলমান কোভিড-১৯ মোকাবেলায় সার্জিকাল মাস্ক হাত ধোবার সাবান,ব্লিচিং পাউডার ক্রয় ও বিতরণ

১-৯

৪৫০০০

 

 

এলজিএসপি ৩ পিবিজি+বিবিজি ২য় কিস্তি বাস্তবায়িত প্রকল্পের নাম

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

  1.  

সাইহাটি মোহরের বাড়ি হইতে অরুন মেম্বরের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৭০০০০

  1.  

উজিরপুর মোস্তাকের  বাড়ী হতে মৃত আজগরের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

উজিরপুর জিয়াদের বাড়ি হইতে মোহর গাজীর বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৫০,০০০/=

  1.  

চাঁদখালী আনারের বাড়ী হইতে সফির বাড়ী হয়ে ইসমাইল শেখের  বাড়ি অভিমুখে রাস্তা সোলিংকরন।

৭০,০০০/=

  1.  

পোদালী মেঘনাথ ঢালীর বাড়ী হতে চলমান রাস্তা কালিদাস ঋষির  বাড়ী পর্যন্ত রাস্তা সোলিংকরন

৯৫,০০০/=

  1.  

রাজাপুর শেখপাড়া মোকছেদেও বাড়ী হতেকাশেম শেখের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৭০০০০/=

  1.  

রাজাপুর চিত্তোর বাড়ী হতে রহিম মাষ্টারের বাড়ী অভিমুখে  রাস্তা সোলিংকরন।

৯১১০২

  1.  

ঘুশুড়ী আলাউদ্দীন স্কুলের সামনে হতে শফির বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরন।

৭০০০০

  1.  

ঘুশুড়ী ব্রীজের নিচে গফ্ফারের বাড়ী হতে মতিয়ারের বাড়ী  অভিমুখে রাস্তা সোলিং করন।

৫০,০০০/=

  1.  

ঊরদহা বিল্লাল সরদারের বাড়ী হতে আকবর সরদারের বাড়ী অভিমুখে রাস্তা সোলিং করণ

৫০০০০

  1.  

চান্দুলিয়া সুধান্য সরকারের বাড়ী হতে অমল সরকারের বাড়ী অভিমুখে রাস্তা সোলিং করণ

৫০০০০

  1.  

চান্দুলিয়া মালেক গাজীর বাড়ী হতে শহিদুলের বাড়ী অভিমুখে রাস্তা সোলিং করণ

৭০০০০

  1.  

ইবীন নগর জোহর আলীর বাড়ী হতে পলাশের ঘের অভিমুখে রাস্তা সোলিং করণ

৭০০০০

 

 

 

২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান-কর্মসূচীর আওতায় ১ম পর্যায় ০৩নং চাম্পাফুল ইউনিয়নে ওয়েজকস্ট প্রকল্প তালিকাঃ

ক্রঃনং

প্রকল্পের নাম

শ্রমিক সংখ্যা

01

চাম্পাফুল উদয় মাষ্টারের  বাড়ি হইতে সোদকোনা পালপাড়া পর্যন্ত প্রায় ৪ কিমি রাস্তা সংস্কার ও চাম্পাফুল বাজার জামেমসজিদ মাট বরাট

৩৬

02

ঊালাপোতা গুচ্ছগ্রাম হরির বাড়ীর পাশ কালভার্ট হতে বালাপোতা মুসলিম পাড়া অভিমুখে খার খনন

৪২

03

চাম্পাফুল ইউনিয়ন পরিষদেও মাঠ ভরাট

২৮+২৭

04

রাজাপুর আলহেরা জামেমসজিদেও উত্তর পাশে মাদ্রাসার মাট ভরাট ও রাজাপুর শ্মশানঘাট মাঠ ভরাট

৩০

05

ঘুশুড়ী জগদীশকাটির পাশ হতে কুল্লন নদীরঘের অভিমুখে ভায় বাধাকুল অভিমুখে রাস্তা সংস্কার।

২৯

06

থালনা দেবদাস  সরকারের বাড়ীর সামনে হইতে থালনা কুমারখালী শ্শ্মানঘাট হয়ে  হয়ে জগদীসকাটি পাঞ্জেগানা পর্যন্ত রাস্তা সংস্কার

২১

07

বারদহা হান্নান সরদারের বাড়ী হতে মঠবাড়ী জাকিরের হ্যাচারী পর্যন্ত প্রায় ৩কিমি ইট সোলিং রাস্তা  ও নবীন নগর ইট সোলিং রাস্তা সংস্কার

৫৭

 

 

২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান-কর্মসূচীর আওতায় ২য় পর্যায় ০৩নং চাম্পাফুল ইউনিয়নে ওয়েজকস্ট প্রকল্প তালিকাঃ

ক্রঃ নং

প্রকল্পের নাম

শ্রমিক সংখ্যা

১।

চাম্পাফুল গপুর মোড়রের বাড়ি হইতে বিমল দফাদারের বাড়ী হয়ে গুতিখালী খাল  পর্যন্ত ড্রেন খনন

৩৬

২।

সাইহাটি বৈকারী বিল ডাঃ ইয়াছিনের ঘেরের মুখ হতে গুতিখালী খাল অভিমুখে হবির বাড়ী পর্যন্ত খাল খনন

৪২

৩।

উজিরপুর গুতিখালী খাল হতে অজিয়ার সরদারের বাড়ী পর্যন্ত ড্রেন সংস্কার 

২৮

৪।

চাদখালী বিধার মাষ্টারের বাড়ীর নিকট হতে ফুটবল মাঠে যাবার রাস্তা সংস্কার ও চাদখালী পমিলের বাড়ীর নিকট হতে পরিতোষের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ভায়া চাদখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট

২৭

৫।

রাজাপুর শশ্মানঘাটে মাটি ভরাট ও রাজপুর আলহেরা জামেমসজিদেও মাঠ ভরাট

৩০

৬।

ঘুশুড়ী আমজেদের বাড়ীর সামনে কবর  স্থানে মাটি ভরাট ভায়া ঘুশুড়ী বাধাকুল খেয়াঘাট হতে গোবিন্দকাটি অভিমুখে রাস্তা সংস্কার

২৯

৭।

থালনা- কুমার খালী শ্মশান ঘাটের মাঠ ভরাট ও জগদীসকাটি পাঞ্জেগানা মসজিদেও রাস্তা সংস্কার

২১

ইবীন নগর ইটের সোলিং রাস্কার দুইধার সংস্কার ও মঠবাড়ী জাকিওে  হ্যাচারী হতে মশকাটি ইটওে রাস্তার দুই ধার মাটি দিয়ে সংস্কার

৩১+২৬

 

 

 

০3নং চাম্পাফুল ইউনিয়নের জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা ২০২১-২০২২

ওয়ার্ড নং-01

প্রকল্পের নাম- এডিপি

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

1

চাম্পাফুল বাসারুলের দোকানের সামনে রাস্তায় কালভাট নির্মান

১টি

৭৫০০০

2

চাম্পাফুল হাবিবুরের বাড়ির সামনে রাস্তায় কালভার্ট নির্মান

১টি

৭৫০০০

3

চাম্পাফুল আজাহারুলের বাড়ির সামনে রাস্তায় পাইপ স্থাপন কালভার্ট নির্মান

১টি

৭৫০০০

4

আব্দুল খালী খালের উপর ব্রীজ নির্মান

১টি

৩০০০০০

5

মিজানের বাড়ীর দুপাশে পুকুর পাড় পাইলিং

 

৫০০০০

6

শেখ পাড়া মাদ্রাসার পাশে পুকুর পাড় পাইলিং

 

৫০০০০

7

বাবার থানের পাশে পুকুর পাড় পাইলিং

 

৫০০০০

8

বাসন্তী মন্দীরের পাশে পুকুর পাড় পাইলিং

 

৫০০০০

 

 

প্রকল্পের নাম-এল.জি.এস.পি-৩

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

1

খালেক পাড়ের বাড়ী হতে ইমান আলীির বাড়ী পর্যন্ত ইটসোলিং

০.৫ কিঃমিঃ

৭,৫০,০০০/=

2

চাম্পাফুল বাসন্তী মন্দির হইতে মহারুজের বাড়ি পর্যন্ত ইটের সোলিং

১ কিঃমিঃ

১৫,০০,০০০/=

3

চাম্পাফুল গুচ্ছগ্রাম হইতে অমাল দফাদারের বাড়ি পর্যন্ত ইটের সোলিং

০.৫ কিঃমিঃ

৭,৫০,০০০/=

4

চাম্পাফুল বাবুলের বাড়ি হইতে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত ইটের সোলিং করন

৮০০ফুট

৩,৫০,০০০/=

5

চাম্পাফুল প্রফুল্ল ডাক্তারের বাড়ি হতে জগদীশ মল্লিকের বাড়ি পর্যন্ত সোলিং

৯০০ফুট

৩,৭৫,০০০/=

6

চাম্পাফুল সামছুরের বাড়ি হতে মুকুল ডাক্তারের বাড়ি পর্যন্ত সোলিং

৩০০ফুট

১,৩৫,০০০/=

7

চাম্পাফুল সাঈদের বাড়ি হতে সিদ্দীকের বাড়ি পর্যন্ত রাস্তা সোলিং

৪০০ফুট

১,৮০,০০০/=

8

চাম্পাফুল মেইন রাস্তা হতে নতুন মসজিদ পর্যন্ত ইট সোলিং

১০০ফুট

৪০,০০০/=

9

চাম্পাপুল শাহাবুদ্দীনের বাড়ি হতে হারু সরকারের বাড়ি পর্যন্ত সোলিং

৪০০ফুট

১,৮০,০০০/=

10

চাম্পাফুল কোমলের বাড়ি হতে সিরাজ নায়েবের বাড়ি পর্যন্ত সোলিং

৩০০ফুট

১,৩৫,০০০/=

 

 

প্রকল্পের নাম- অতিদরিদ্রদের কর্মসংস্থান ও কর্মসূচি

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

০১

চাম্পাফুল ঢালী পাড়া মসজিদ হতে নুর  আলী ঢালীর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন

৫০০ফুট

৭০০০০

০২

চাম্পাফুল সোবহানের দোকান হতে শহীদুলের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন

২০০০ফুট

২০০০০০

 

 

প্রকল্পের নাম- কাবিখা

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

০১

চাম্পাফুল  বাবারথান হতে নেপাল ঢালীর বাড়ী পর্যন্ত মাটির রাস্তা উন্নয়ন

২০০ফুট

৩০০০০

০২

চাম্পাফুল  শেখ পাড়া মাদ্রাসার হতে রোকনের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা উন্নয়ন

১০০০ফুট

১২০০০০

 

 

প্রকল্পের নাম- ভ‚মি হস্তান্তর কর ১%

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

1

বাবার থান হতে নেপাল ঢালীর  বাড়ী পর্যন্ত ইট সোলিং

২০০ফুট

৫০০০০

2

ঢালীপাড়া  জামে মসজিদ হতে নুর আলীর বাড়ী পর্যন্ত ইট সোলিং

১৬০০ফুট

৪০০০০০

3

মোকসেদ শেখের পুকুর পাড় পাইলিং

 

৪০০০০

4

রৈজুল মোল্লার বাড়ীর পাশে পুকুর পাড় পাইলিং

 

৪০০০০

5

মুজিবর মেম্বরের বাড়ীর পাশে পুকুর পাড় পাইলিং

 

৪০০০০

 

 

 

প্রকল্পের নাম- ইউপি  নিজস্ব অর্থ

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

1

পূর্বচাম্পাফুল বাসন্তী মন্দীর সংস্কার ও টয়লেট নির্মান

 

১০০০০০

2

পূর্বচাম্পাফুল জামে মসজিদের টয়লেট নির্মান

 

১০০০০০

 

 

জেলা পরিষদের বরাদ্দ

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দের পরিমান

০১

চাম্পাফুল উদয় মাষ্টারের বাড়ি হতে হাসিনার দোকান পর্যন্ত  রাস্তা পিচের রাস্তা

২কি:মি:

 

০২

ঢালীপাড়া জামে মসজিদ সংস্কার

 

৭০০০০

০৩

কর্মকার পাড়া কালিমন্দীর সংস্কার

 

৪০০০০